হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুই জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর সাংঙ্গর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জালাল খন্দকার ও নূরুল হুদার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ইতোমধ্যে তাদের মধ্যে একাদিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এমনকি এ বিষয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও চলছে।

শুক্রবার বিকেলে পুর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের নারসিহ অন্তত ৭০ জন আহত হয়। এদের মধ্যে অন্তত ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে একজন নারীসহ দুই জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমকি চিকিৎসা দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এজে/জুন ২৩, ২০১৭)