দ্য রিপোর্ট ডেস্ক : জাপান সফরে প্রস্তুতি ম্যাচে টানা দুই ম্যাচ হারের পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। শুক্রবার (২৩ জুন) ওসাকায় সেইশো হাইস্কুল দলকে কৃষ্ণারা হারিয়েছে ৩-১ গোলে।

এদিন দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেনকৃষ্ণা রানী, আনুচিং মোগিনি ও মার্জিয়া। মূলত এদের গোলেই জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের ২৮তম মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫০তম মিনিটে কাহো ইও মাগোচির হাত ধরে সমতায় ফেরে সেইশো হাইস্কুল। পাঁচ মিনিট পর আনুচিংয়ের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ। ৮৫তম মিনিটে মার্জিয়া লক্ষ্যভেদ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

চলতি জাপান সফরে এই প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আগের দুই ম্যাচে সাকাই একাডেমির কাছে যথাক্রমে ৪-২ ও ৫-০ ব্যবধানে হেরেছিল কৃষ্ণা-মার্জিয়ারা।

আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এ ম্যাচগুলো খেলছে বাংলাদেশের মেয়েরা।

(দ্য রিপোর্ট/এজে/জুন ২৩, ২০১৭)