দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশীয় চলচ্চিত্রের ১৬টি সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম চলচ্চিত্র ঐক্যজোট শুক্রবার (২৩ জুন) শাকিব খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শাকিবের সদস্যপদ বাতিল করেছে।

এরই মধ্যে জানা গেল আরেকটি খবর। এবার ইংল্যান্ডে আটকে গেল শাকিব অভিনীত চলচ্চিত্র 'চালবাজ' এর শুটিং। কলকাতারফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (এফসিটিডাব্লিউইআই) এর আপত্তির মুখে ছবিটির শুটিং বন্ধ রয়েছে বলে চলচ্চিত্র পরিচালক সমিতির সূত্রে জানা গেছে।

কলকাতার সিনে ফেডারেশন ও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের মধ্যে দ্বন্দের কারণেই ছবিটির শুটিং করা যাচ্ছে না বলে জানা গেছে। এসকে মুভিজের পক্ষ থেকে সম্প্রতি আইনি নোটিশ পাঠিয়েছে নায়েক অ্যান্ড কোম্পানি।

কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই ছবিটির শুটিংয়েকলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও শাকিব খান লন্ডনে রয়েছেন। যৌথপ্রযোজনায় নির্মাণাধীন ছবিটির বাংলাদেশি নির্মাতা অনন্য মামুন।

শোনা যাচ্ছে, রবিবার (২৫ জুন) দেশে ফিরবেন এই ছবির নায়ক শাকিব খান।

(দ্য রিপোর্ট/পিএস/জেডটি/জুন ২৪, ২০১৭)