দ্য রিপোর্ট প্রতিবেদক : লঞ্চে এখনও অতিরিক্ত যাত্রী নিচ্ছে। কিছু লঞ্চে এমন চিত্র দেখা গেছে। আমরা ওই সকল লঞ্চে গিয়ে অতিরিক্ত যাত্রী না তোলার জন্য অনুরোধ করেছি বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।

পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাত্রীরা যদি দেখেন যে একটি লঞ্চ ভর্তি হয়ে গেছে তাহলে ওই লঞ্চে তারা কেন উঠবেন। যাত্রীদের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে। আরও অনেক লঞ্চ আছে, তাহলে কেন ছাদে উঠে যেতে হবে।

বেনজীর আহমেদ বলেন, এখন পর্যন্ত কোন সমস্যা দেখা যায়নি। শনিবার সকাল থেকে ৬৭টি লঞ্চ ঘাট থেকে ছেড়েছে। এখন মিডিয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিআইডব্লিউটিএ সবাই সচেতন। আমরা যাত্রীদের যতটুকু সম্ভব কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। এসময় রংপুরের দুর্ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং সকল যাত্রীকে ঝুঁকি নিয়ে যাতায়াত পরিহার করার আহ্বান জানান।

র‌্যাব মহাপরিচালক বলেন, ঝুঁকি নিয়ে যাতায়াত করা উচিৎ না এবং ট্রাকে যাত্রী হওয়াও উচিৎ নয়। কুলিরা যদি কোন প্রতারণার সঙ্গে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপি/জুন ২৪, ২০১৭)