দ্য রিপোর্ট ডেস্ক : চলতি বছরের মধ্যেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই স্বাক্ষর করতে অস্বীকার করায় টেলিফোনে তাকে এ হুমকি দেন ওবামা।

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি নিয়ে এই মতবিরোধ কারজাইয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের দীর্ঘ টানাপড়েনের বিষয়টিই উস্কে দিচ্ছে। যদিও কারজাইকে এক সময় যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবেই দেখা গেছে।

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি অনুযায়ী আফগানিস্তানে থাকা মার্কিন সেনারা আইনি নিরাপত্তা পাবেন। তাদের ন্যাটো প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী মিশনের খেতাব দেওয়া হবে। গত বছর মাসব্যাপী আলোচনার পর দেশ দুটি এই চুক্তির ব্যাপারে একমত হলেও পরবর্তীতে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে হামিদ কারজাই অস্বীকৃতি জানান।

গত বছরের নভেম্বরে আফগান পার্লামেন্ট লয়া জিরগায় দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির বিষয়টি তোলা হয়। তবে পার্লামেন্টেও অনুমোদন পায়নি বিষয়টি।

তালেবানের শান্তি প্রক্রিয়া চলমান থাকাকালে কারজাই এই চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই চুক্তিতে স্বাক্ষর করার পর মার্কিন বোমায় কোনো আফগান নাগরিক মারা গেলে তিনিই দায়ী থাকবেন বলে জানিয়েছেন কারজাই।

এদিকে, চলতি বছর অধিকাংশ মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার আগেই এ চুক্তি বাস্তবায়নের জন্য চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের মধ্যেই অধিকাংশ মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে। তবে আফগান সেনাদের প্রশিক্ষণ ও সন্ত্রাসী হামলা মোকাবেলার জন্য বেশকিছু মার্কিন সেনার আফগানিস্তানেই থাকার কথা ছিল।

২০০১ সালে আফগানিস্তান থেকে তালেবান উৎখাতের পর থেকে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে ৯/১১ এর হামলার পর আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা হয়। আফগান ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় আফগানিস্তান থেকে তালেবানকে উৎখাত করলেও তখন থেকে বারবার সন্ত্রাসী আক্রমণের মুখোমুখি হচ্ছে বিদেশি সেনারা। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)