দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট রবিবার (২৫ জুন) ঈদুল ফিতর পালনের ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও জাপান রবিবার ঈদ পালনের ঘোষণা দিয়েছে বলেও জানিয়েছে আরব নিউজ।

একমাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের ১ তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় সভায় বসবে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।

সে হিসাবে সৌদি আরবে রবিবার ঈদ উদযাপিত হওয়ায় বাংলাদেশে সোমবার (২৬ জুন) ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে চাঁদ দেখা কমিটির বৈঠকেই এ বিষয়টি চূড়ান্ত হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা না গেছে ঈদ পালিত হবে মঙ্গলবার।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলার মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনটি/জুন ২৫, ২০১৭)