দ্য রিপোর্ট ডেস্ক : ভেনিজুয়েলার তিন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কারাকাস থেকে তিন মার্কিন কনস্যুলার কর্মকর্তাকে বহিষ্কার করার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি মঙ্গলবার জানান, বহিষ্কৃত কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

এর আগে ১৭ ফেব্রুয়ারি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের পরিকল্পনায় সমর্থন দেওয়ার অভিযোগে কারাকাস থেকে তিন মার্কিন কনস্যুলার কর্মকর্তাকে বহিষ্কার করেন।

সাকি জানান, মানবাধিকার ও গণতন্ত্রের সমর্থনে ভেনিজুয়েলার রেকর্ডের ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত আছে। তবে যুক্তরাষ্ট্র মাদুরোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করবে না বলেও জানান তিনি।

এ ব্যাপারে সাকি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক এগিয়ে দেওয়ার জন্য ভেনিজুয়েলারও আমাদের ব্যাপারে উৎসাহ দেখানো প্রয়োজন। তবে সম্প্রতি আমাদের তিন কর্মকর্তা বহিষ্কারসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিষয়টি জটিল হয়ে উঠছে।’

এদিকে, ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস জাওয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ স্রেফ ‘প্রতিশোধ’, কোনো ‘কার্যক্রম’ নয়।

২০১০ সাল থেকে ভেনিজুয়েলা ও যুক্তরাষ্ট্রর মধ্যে কোনো রাষ্ট্রদূত বিনিময় না হলেও দুই দেশেই অন্যদেশের দূতাবাস আছে। (সূত্র : আল জাজিরা)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)