লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ হওয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়াকে উদ্ধারে অভিযান চলছে।বিজিবির তিনটি স্পিডবোটের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিনটি স্পিডবোটও এই অভিযানে অংশ নিয়েছে। তবে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও ল্যান্স নায়েক সুমনের খোঁজ মিলেনি।

 

 

 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবির তিনটি স্পিড বোট তিস্তায় বিজিবি সদস্যের সন্ধানে তৎপরতা চালাচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সাধারণ মানুষে নিখোঁজ বিজিবির সদস্যের সন্ধানে খোঁজাখুঁজি করছে।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ হয়েছেন বিজিবি'র ল্যান্স নায়েক সুমন মিয়া।

নিখোঁজ সুমন মিয়া বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক। সে হবিগঞ্জ জেলার বাসিন্দা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)