ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মচিমহা) নতুন ভবনের আইসিইউ ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এ সময় ওই ইউনিটে লাইফ সাপোর্টে থাকা বেশ কয়েকজন রোগিকে দ্রুত অন্য ইউনিটে সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জুন) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে আধাঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আতংকে নতুন ভবনের রোগী ও স্বজনরা হুড়োহুঁড়ি করে রাস্তায় নেমে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান আগুনের সূত্রপাত কোথায় থেকে তা জানাতে পারেননি।

মচিমহা’র আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান দ্য রিপোর্টকে জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আকস্মিক ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এ সময় দ্রুত লাইফ সাপোর্টে থাকা ৬ জন রোগিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে লাইফ সাপোর্ট মেশিন ও এসিসহ বেশ কিছু মূল্যবান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি জুন ২৭, ২০১৭)