দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইউক্রেন প্রাচ্য-পাশ্চাত্যের যুদ্ধের বিষয় নয়।

ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাতের সময় মঙ্গলবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কেরি।

কেরি আরো বলেন, ইউক্রেন কোনো ফলশূন্য খেলার বিষয় নয়। সব দেশের ইউক্রেনের স্থায়িত্ব আনার জন্য একসঙ্গে কাজ করা উচিত বলেও জানান তিনি।

এদিকে, ইউক্রেনের নতুন অন্তর্বর্তী সরকার দেশটির রাশিয়া ভাষাভাষী জনগোষ্ঠীর বিরোধিতার মুখোমুখি হচ্ছে।

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সমর্থন জানিয়ে আসা রাশিয়া অন্য দেশগুলোকে ইউক্রেনের এই পরিস্থিতিতে ‘একতরফা সুবিধা’ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছে।

তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লেভরভ জানিয়েছেন, রাশিয়ার হস্তক্ষেপ না করার নীতিও অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তার্চিনভ দেশটিতে একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সর্বশেষ গত রবিবার ক্রিমিয়া উপদ্বীপে দেখা গেছে।

গত বছরের নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নকে পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে একটি অর্থনৈতিক সহায়তা চুক্তির পর থেকে ইউক্রেনে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)