জামালপুর প্রতিনিধি : জেলার বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

উপজেলা নিবার্চনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিপক্ষের প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় মঙ্গলবার রাত ১১টায় জেলা ছাত্রদল এই ঘোষণা দেয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিব কমিটি বিলুপ্তির কথা নিশ্চিত করে জানান, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি আব্দুর রউফ তালুকদারের পক্ষে নির্বাচন না করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মানিক সওদাগরের পক্ষে গণসংযোগ করেন।

তাদের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)