কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মায় নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে মাহিম নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৮ জুন) সকাল আটটার দিকে মহিমের মরদেহ ঝাউকান্দা এলাকায় নদীর তীরে ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। মৃত মহিম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল মান্না দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকালে মাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও দুই শিক্ষর্থীকে উদ্ধারে কাজ চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা থেকে পাঁচ বন্ধু দোহারের মৈনট ঘাটে ঘুরতে আসেন। পরে তারা পদ্মা নদীতে গোসল করতে নামেন। বিকেল পাঁচটার দিকে পাঁচ বন্ধু একসঙ্গে পানিতে নামলে স্রোতের টানে মণিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সালমান (২১), মিরপুর কমার্স কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুপ্রিয় (২৩) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র মাহিম ডুবে যান। অন্য দুই বুয়েটের ছাত্র অপূর্ব ও ফাহিম তাদের সাহায্য করতে গিয়ে নিজেরাও ডুবে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন ওই দুজনকে উদ্ধার করেন।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)