লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে।

বুধবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ঘটনাস্থল (দহগ্রামের আবুলের চর) থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব ভাটিতে ভারতীয় সীমানার ৬নং মেইন পিলারের ৩নং সাব পিলারের ২২ বিএসএফ’র অরুন ক্যাম্পের কাছ থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ।

বিকেলে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ বিজিবিকে হস্তান্তর করবে বিএসএস বলে জানা গেছে।

সুমন মিয়া বিজিবি’র রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা।

বিজিবি’র লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ভারতীয় সীমান্তে ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ পাওয়া গেছে। বিকেলে বিএসএফ আমাদের নিকট তার লাশ হস্তান্তর করবে।

প্রসঙ্গত, গরু পাচারকারীদের ধরতে গিয়ে সোমবার (২৬ জুন) রাত ২টার দিকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় তিস্তা নদীতে ভেসে যান সুমন মিয়া।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২৮, ২০১৭)