ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকিং খাতের ট্রাস্ট ব্যাংক। কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৮ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ২২ মে সকাল ১১টায় আর্মি গল্ফ ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ ব্যাংকের সমন্বিত করপরবর্তী মুনাফা হয়েছে ৩২ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকা, সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৮৫ টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.৯২ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)