জবিতে হলের দাবিতে গণস্বাক্ষর চলছে
দ্য রিপোর্ট প্রতিবেদক : বেদখল হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণস্বাক্ষর কর্মসূচি চলছে। বুধবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী হলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর তারা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন।
হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সংগৃহীত গণস্বাক্ষর ও স্মারকলিপি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যাবেন শিক্ষার্থীরা।
গত ১২ ফেব্রুয়ারি থেকে হলের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন।
(দ্য রিপোর্ট/এলআরএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬,২০১৪)