বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে ৮ চ্যালেঞ্জ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সাধারণ অর্থনীতি বিভাগের(জিইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ ৮ চ্যালেঞ্জের সম্মুখীন। বৃহস্পতিবার ‘বাংলাদেশের উন্নয়ন, জনসংখ্যা পরিস্থিতি ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রতিবেদনটি উপস্থাপন করেন জিইডির সদস্য ড. শামসুল আলম। কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নুরুল হুদা মজুমদার, এএনএফপিএ এর পপুলেশন প্লানিং এন্ড রিসার্চ বিভাগের প্রধান ড. সান্ত্বনা হালদার ও জিইডির প্রধান আনোয়ারুল আলম।
প্রতিবেদনে যে ৮টি চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সেগুলো হল-প্রতিস্থাপন পর্যায়ে জন্মহার নামিয়ে আনা, বাল্যবিবাহ রোধ করা, মাতৃমৃত্যু এবং নতুন জন্ম নেওয়া শিশুমৃত্যুর উচ্চহার কমিয়ে আনা, নারীর প্রজনন স্বাস্থ্য রক্ষা করা, অনাকাঙ্খিত সন্তান জন্মদান কমিয়ে আনা, শিশুদের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, নিম্ন আয়ের জনসংখ্যাকে সেক্টর প্রোগ্রামসমূহের আওতায় আনা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।
(দিরিপোর্ট২৪/জে/এপি/নভেম্বর ০৭, ২০১৩)