দ্য রিপোর্ট ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেড ও বরুশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সাবেক চ্যাম্পিয়ন। চলতি মৌসুমে ঘরোয়া লিগে দল দুটি ভালো করতে পারছে না। তবে আশা ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ভালো কিছু করা। মঙ্গলবার রাতে ডর্টমুন্ড সফল হয়েছে কিন্তু ইউনাইটেড পারেনি। গ্রিসের এথেন্সে স্বাগতিক অলিম্পিয়াকোস ২-০ গোলে ইউনাইটেডকে হারিয়েছে। অন্যদিকে স্বাগতিক জেনিথ সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে গত আসরের ফাইনালে খেলা বরুশিয়া ।

ইউনাইটেডের সময়টা ভালো যাচ্ছে না। কোচ ডেভিড মোয়েস প্রচণ্ড চাপে রয়েছেন। গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোস ম্যাচে ফেরার কোনো সুযোগ দেয়নি। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ২ গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগে ভালো করাটা কঠিন। যদিও ওল্ড ট্র্যাফোর্ডে খেলা। এটাই আশার কথা।

বরুশিয়া এখন শেষ আটে চোখ রাখতে পারে। রবার্ট লেভানডফস্কি জোড়া গোল করেছেন, যিনি সামনের মৌসুমে বায়ার্ন মিউনিখে পাড়ি জমাবেন।

ইউনাইটেডের বাজে পারফরম্যান্সের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন মোয়েস। তিনি বলেছেন, ‘আমি দায়ভার নিচ্ছি। এই দলটি আমার। আজ রাতে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের ভালো খেলা উচিত ছিল। তবে এটাও জানি, সেটা আমরা করতে পারি।’

(দ্য রিপোর্ট/এমএ/এজেড/ফেব্রুয়ারি ২৬,২০১৪)