মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়াকে (৬৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ইউনিয়নের সাতানিখিল সড়কে নিজ বাড়ির সামনে বুধবার সকালে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির দলীয় সমন্বয়ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ১০-১২ জনের দুর্বৃত্ত দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহতাবস্থায় ফেলে রেখে যায়। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মেজাবাহুল বাহার জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার মুখমণ্ডল ও পেট ক্ষতবিক্ষত হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদশর্ক (এসআই) সুলতান উদ্দিন জানান, মহাকালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দুর্বৃত্তরা কুপিয়েছে বলে জেনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেননি।

(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/একে/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪ )