অবৈধ সম্পদ অর্জন
এমপি আসলামুল হককে দুদকে তলব
দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মো. আসলামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বুধবার তার কাছে তলবের এ চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচলক শেখ ফাহিয়াজ আলম তাকে এ নোটিশ করেছেন। নোটিশে তাকে আগামী ৫ মার্চ দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। কমিশন সূত্র দ্য রিপোর্টকে এ সব তথ্য নিশ্চিত করেছে।
আসলামুল হকের ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের হলফনামা অনুসারে তিনি ও তার স্ত্রী মাকসুদা হক ৪ একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক। এ সব জমির দাম দেখিয়েছেন ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। আর দশম সংসদ নির্বাচনের হলফনামা অনুসারে আসলামুল হক ও তার স্ত্রী এখন ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক। জমির দাম উল্লেখ করা হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।
দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ৫ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। আর বাড়তি এই জমির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা।
গত ৫ বছরে আসলামুল হকের শুধু সম্পদই বাড়েনি; বেড়েছে শিক্ষাগত যোগ্যতাও। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন অষ্টম শ্রেণী পাস। আর এখন তিনি বিবিএতে (স্নাতক ব্যবসায় প্রশাসন) অধ্যয়নরত।
গত ১২ ফেব্রুয়ারি এমপি আসলামুল হকসহ ৭ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ২১ ফেব্রুয়ারি অভিযোগগুলো অনুসন্ধানের জন্য পৃথক পৃথক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)