হবিগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার বড় বহুলা গ্রামে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী রিপা বেগম (১১)। আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত রিপা বেগম ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। রিপা স্থানীয় বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে রিপার কথাকাটাকাটি হয়। সন্ধ্যার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে পরিবারের লোকজন বাড়ির পাশের একটি আম গাছে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিপাকে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
(দ্য রিপোর্ট/এফসি/এফএস/এমডি/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)