সাভারে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী উপকরণ
সাভার প্রতিনিধি : দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন সাভারের বিভিন্ন কেন্দ্রে উপকরণ বিতরণ শুরু করেছে। বুধবার দুপুর পৌনে ১২টা থেকে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু করা হয়।
উপকরণ বুঝে নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা নিজ নিজ কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। সন্ধ্যার আগেই কেন্দ্রগুলোয় নির্বাচনী উপকরণ পৌঁছে যাবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সাভারে মোট ২৬০টি ভোটকেন্দ্রে প্রায় ৮ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রগুলোর মধ্যে ৯৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নাজিম উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এদিকে, নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উদ্দিন।
তিনি বলেন, ‘উপজেলার ২৬০টি ভোটকেন্দ্রের বিপরীতে পুলিশের ১ হাজার ৫১৮ জন এবং ৫ হাজার ৪২৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। আনসার ও পুলিশের পাশাপাশি থাকছে র্যাব, বিজিবি ও সেনা টহল। এ ছাড়াও পুরো নির্বাচনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবে।’
প্রসঙ্গত, উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফিরোজ কবির এবং বিএনপি সমর্থিত প্রার্থী কফিল উদ্দিন।
(দ্য রিপোর্ট/এনএইচ/একে/এজেড/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)