দ্য রিপোর্ট প্রতিবেদক : গত ১ মাসের ব্যবধানে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ২৬ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ জুলাই) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ৫ জুন কোম্পানির শেয়ার দর ছিল ২১ টাকা। যা ১ মাসের ব্যবধানে ৩ জুলাই লেনদেন শেষে ২৬.৫ টাকায় দাঁড়িয়েছে। এ হিসাবে দর বেড়েছে ৫.৫ টাকা বা ২৬ শতাংশ।

কোম্পানির শেয়ার দর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে লিগ্যাসি ফুটওয়্যার কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার মতো কোন অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/জুলাই ০৪, ২০১৭)