মৌলভীবাজার প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘যতদিন এই দুর্যোগ শেষ না হবে, ততদিন পর্যন্ত আপনাদের সাহায্য অব্যাহত থাকবে।’

মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১২টায় কুলাউড়া উপজেলার ভুকশিইল ইউনিয়নের ঘাটেরবাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আপনারা ৪ মাস পানির সঙ্গে লড়াই করেছেন, কিন্তু মনোবল ভাঙেনি। আধাবেলা খেয়ে আবার না খেয়ে থাকেন কিন্তু কারও কাছে হাত পাতেননি। আল্লাহর কাছে সাহায্য চান। এজন্য বিশ্বের কাছে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের আলাদা সুনাম রয়েছে। আর যেখানে শেখ হাসিনার মত নেত্রী আছে, তিনি আমাদের খাবারের ব্যবস্থা অবশ্যই করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাকালুকি হাওরের এবং কুলাউড়া ও মৌলভীবাজারের মানুষের খোঁজ খবর রাখেন। এই এলাকায় কালবৈশাখী ঝড়ে এবং শিলাবৃষ্টিতে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাদের ঘর করে দেওয়া হবে। আপনারা কেউ হতাশ হবেন না। দেশে খাদ্যের অভাব নেই। বাংলাদেশের মানুষ ১২ মাসের মধ্যে ৯ মাস বাঁচার জন্য লড়াই করে।’

তিনি বলেন, ‘শীতের সময় শীত নাই, বৃষ্টির সময় বৃষ্টি নাই। আগাম বন্যা হয়। প্রাকৃতিক এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের আরও সচেতন হতে হবে। পরিকল্পনা করে কৃষি ক্ষেতে ফসল লাগাতে হবে।’

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘দুর্যোগের সময় সব দলের লোক এগিয়ে আসে। কিন্তু খালেদা জিয়ার লোকজন পাশে নাই। তারা শুধু ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেন।’

কুলাউড়ার এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াজ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কুলাউড়া পৌরসভার শফি আলম ইউনুছ প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমএইচএ/এনআই/জুলাই ০৪, ২০১৭)