দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবারের (৫ জুলাই) লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে ইতিহাস সৃষ্টি হয়েছে। এদিন সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮৩ পয়েন্টে। যাতে সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এ সূচকটির যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ২২৩ কোটি ৭৪ টাকা।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ১৪৮টি বা ৪৪.৯৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৬টি বা ৪১.৩৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি বা ১৩.৬৮ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের শেয়ার। এ দিন কোম্পানির ৪৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকসের ৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, ফু-ওয়াং ফুড, সাইফ পাওয়ারটেক, মার্কেন্টাইল ব্যাংক ও প্রাইম ব্যাংক।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ০৫, ২০১৭)