দ্য রিপোর্ট ডেস্ক : খুব বেশিদিন হয়নি ড্রামা কুইন রাখি সাওয়ান্ত তার বিতর্কিত মন্তব্যে অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ঝড় তুলেছিলেন। নতুন করে দেশের মোস্ট এলিজিবল ব্যাচেলর রাহুল গান্ধীকে বিয়ে করতে চেয়ে আবারও গণমাধ্যমের প্রধান শিরোনামে রাখি। সম্প্রতি হাজীপুরে সাংবাদিকদের রাখি জানান, প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোদীকেই দেখতে চান। তবে রাহুলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেন তিনি।

ভারতের স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নিজের আগামী ভোজপুরি ছবি ‘কট্টা টনাল দোপাট্টার’ প্রচারে সাংবাদিকদের রাখি বলেন, ‘রাহুল যদি রাজি থাকে তাহলে আমি ওকে বিয়ে করতে প্রস্তুত।’

অন্যদিকে নরেন্দ্র মোদী সম্পর্কে রাখি বলেন, ‘নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ। নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ওনার পাওয়া উচিত। ওনাকে আমি দেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’

শুধু তাই নয়, বিজেপি টিকিট দিলে ভোটে লড়তেও তিনি একবাক্যে রাজি বলে জানিয়েছেন রাখি। একই সময় বিহারের উন্নয়নে নীতিশ কুমারের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

আর অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গে রাখি বলেন, ‘আপনি দিল্লির মানুষকে বোকা বানাতে পারেন না। উনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারবেন না বলেই পদত্যাগ করেছেন। আরও একবার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নেই।’

ভারতীয় নির্বাচনকে ঘিরে একের পর এক কাণ্ড ঘটে চলেছে। প্রিয় নেতার সমর্থনে একেকজন একেক কাণ্ড করছেন। কেউবা উটকো মন্তব্য ছুড়ে আলোচনায় আসছেন। নতুন করে রাখির এই মন্তব্য কতটা আলোড়ন তোলে কে জানে!

(দ্য রিপোর্ট/এআর/এইচএসএম/আরকে/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)