দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি সাবমেরিন ধোঁয়ার কারণে ভেসে উঠতে বাধ্য হয়েছে।

ধোঁয়ার করণে পাঁচজন সেনা চেতনা হারালে তাদের বিমানে করে মুম্বাইয়ের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই নৌ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই উপকূলের ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে আইএনএস সিন্ধুরত্ম নামে ওই সাবমেরিনটির কার্যক্ষমতা পুনরায় পরীক্ষা করে দেখা হচ্ছিল। এ সময় সাবমেরিনটিতে ধোঁয়া দেখা যায়। সাবমেরিনটিতে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের শীর্ষ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে।

সাবমেরিনটিতে কোনো অস্ত্র কিংবা বিস্ফোরক ছিল না। সাবমেরিনটি প্রশিক্ষণের আওতায়ই ছিল। সাবমেরিনটিতে কোনো অপারেশনাল কমান্ডও দেওয়া হয়নি।

গত বছরের আগস্টে ভারতীয় সেনাবাহিনীর সামমেরিন আইএনএস সিন্ধুরক্ষক বিস্ফোরণের পর মুম্বাইয়ে পোতাশ্রয়ে ডুবে গেলে ১৮ জন নৌসেনা নিহত হন। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)