মাধবপুরে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে প্রতিবেশীর দায়ের কোপে বিমল ডিউ (২৮) নামে এক খ্রিষ্টান যুবক খুন হয়েছেন। চা বাগানের মিশন লাইন এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিমল ডিউ মিশন লাইন এলাকার মধু ডিউ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগানের এক দোকানে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে বিমল ডিউ এর সঙ্গে তার প্রতিবেশী সুমন সাংমার কথা কাটাকাটি হয়। এ সময় সুমন সাংমা বিমল ডিউকে চড়-থাপ্পড় মারে। রাত ১০টায় বিমল ডিউ ঘটনার সুবিচার পেতে স্থানীয় এক পাদ্রির শরণাপন্ন হন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুমন সাংমা দা দিয়ে বিমলের গলায় কোপ দেন। ঘটনাস্থলেই বিমল নিহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান- তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবেশীর দায়ের কোপে বিমল খুন হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চলছে।
(দ্য রিপোর্ট/এফসি/ইইউ/একে/এএইচ/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)