দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের ১০০ শীর্ষ ঋণখেলাপী ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল অবদুল মুহিত। সোমবার বিকেলে জাতীয় সংসদে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার পক্ষে জবাব দেন।

সংসদে দেওয়া তথ্য মতে, বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) ডাটাবেজ রক্ষিত ২০১৭ সালের এপ্রিলমাস ভিত্তিক ঋণ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কার্যত তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের খেলাপিঋণের পরিমাণ এক লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা। খেলাপি ঋণের সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীর্ষ ১০০ ঋণখেলাপীর তালিকা তুলে ধরেন খাদ্যমন্ত্রী।

(একশ’ ঋণখেলাপীর তালিকা দেখতে ক্লিক করুন)

(দ্য রিপোর্ট/কেএ/এপি/এনআই/জুলাই ১০, ২০১৭)