দিরিপোর্ট২ ডেস্ক : অনেক কষ্ট করে টিকিট সংগ্রহের পর ইডেন গার্ডেনে খেলা খেলতে এসেছিলেন ভক্তরা। কাছ থেকে শেষবারের মতো প্রিয় তারকার খেলা দেখবেন বলে। না, আশা পূরণ হয়নি তাদের। মাত্র ২৪ বলে খেলেই আউট হয়ে গেছেন শচিন টেন্ডুলকার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেননি শচিন। সফরকারীদের বিপক্ষে এই টেস্ট সিরিজের পরই রাজকীয় ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘোষণা করবেন তিনি। তাই টেস্ট নিয়ে যতটা না ভাবছেন ভারতীয়রা, তার চেয়ে বেশি তাদের আলোচনা শচিনকে ঘিরে।

কিন্তু আম্পায়ার সব মাটি করে দিয়েছেন। স্পিনার শেন শিলিংফোর্ডের দোসরা ডানপ্রান্ত থেকে আঘাত হানে শচীনের উরুর প্যাডে (লেগে)। সঙ্গে সঙ্গে এলবিডব্লউর আবেদন জানান বোলার। তাতে সাড়া দেন ইংল্যান্ডের আম্পায়ার নিগেল লং।

নিগেলের এমন সিদ্ধান্তের পর সুনশান নীরবতা নেমে আসে ইডেনে। মুহূর্তেই থেমে যায় হাজার হাজার দর্শকদের চিৎকার, ঢোল আর আনন্দ প্রদর্শনের সব ধরনের উপমা।

৪১ মিনিট ক্রিজে থেকে ১০ রান করেন লিটল মাস্টার। এর মধ্যে দুবার বাউন্ডারি হাঁকিয়ে স্টেডিয়ামে উপস্থিত ৪৫ হাজার দর্শককে বিনোদিত করেছেন শচিন। দুটি চারই মেরেছেন শিলিংফোর্ডের বলে।

দিরিপোর্ট২৪/সিজি/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)