দ্য রিপোর্ট প্রতিবেদক :  সাতক্ষীরার মুক্তামনিকে দেখতে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে মুক্তাকে দেখতে আসেন তিনি। মুক্তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় অসুস্থ মুক্তা মন্ত্রীকে তার জন্য দোয়া করতে বলেন।

মন্ত্রী বলেন, সুস্থ করেই মুক্তামনিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যে পর্যন্ত মুক্তা সুস্থ না হয়, সেই পর্যন্ত মুক্তাকে সরকারিভাবে চিকিৎসা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণের পরপরই পরিপূর্ণভাবে বিনা পয়সায় মুক্তার চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। মুক্তার সার্বিক চিকিৎসা ও আন্তরিকভাবে পরিচর্যার জন্য ডাক্তার ও নার্সদের ধন্যবাদ জানান মন্ত্রী।

মন্ত্রী চিকুনগুনিয়া সম্পর্কে বলেন, মানুষ সচেতন হওয়ায় এখন অনেকটাই কম। দুই সিটি কর্পোরেশন এখনো কাজ চালিয়ে যাচ্ছে। এ বছর আমরা পুরাপুরি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আগামীতে যেন এরকম না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরএস/এপি/জুলাই ১৩, ২০১৭)