মহাকাশে অলিম্পিক মশাল বহনকারী রকেট উৎক্ষেপণ
দিরিপোর্ট২৪ ডেস্ক: আগামী বছর সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। খবর বিবিসির।
কাজাকিস্তানের বৈকানুর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৪ মিনিটে সয়ুজ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে রুশ, জাপান ও মার্কিন নভোচারী রয়েছেন।
রাশিয়ার দুই নভোচারী শনিবার এ মশাল নিয়ে মহাকাশে হাঁটবেন। তবে এ সময় মশালটি জ্বালানো থাকবে না।
এর আগে ১৯৯৬ ও ২০০০ সালেও অলিম্পিক মশাল মহাকাশে পাঠানো হয়েছিল। তবে, তখন ওই মশাল মহাকাশযানেই ছিল। এবারই প্রথম অলিম্পিক মশাল নিয়ে মহাকাশে হাঁটবেন নভোচারীরা।
(দিরিপোর্ট২৪/ কেএন/ নভেম্বর ০৭, ২০১৩)