মৌলভীবাজার প্রতিনিধি : সরকারী বেসরকারীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি হাকালুকি হাওর পাড়ের বড়লেখা উপজেলার বন্যাদুর্গতদের পাশে দাড়িয়েছেন ‘৭১ এর রণাঙ্গণের বীর মৃক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা।

শনিবার (১৫ জুলাই) মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার একটি অংশ এবং সন্তান কমান্ডের সদস্যদের চাঁদায় যৌথভাবে বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের বন্যাকবলিত ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিনের নেতৃত্বে সুজানগর ইউনিয়নের বাড্ডা, পাটনা, কটালপুর, বারহালি, উত্তর বাঘমারা, নাজিরখা, তালিমপুর ইউনিয়নের বড়ময়দান, মুর্শিবাদকুরা, গগড়া, হাল্লা, পাবিজুরি, গোপালপুর, কুঠাউরা, শ্রীরামপুর,আহমদপুর গ্রামের ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার আব্দুল হান্নান, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, মুক্তিযোদ্ধা দিগেন্দ্র বিশ্বাস, নজির উদ্দিন লালু, ফয়জুর রহমান, কাজল আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শাহজাহান, সাংবাদিক এজে লাভলু, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুস শুকুর, ফয়েজ আহমদ, আলতাফ হোসেন মাসুম, মুক্তিযোদ্ধা সন্তান রাসেল আহমদ, সায়েম আহমদ, জাকির হোসেন, শামীম আহমদ, সেলিম আহমদ, ইসলাম উদ্দিন, বাসুদেব, হুমায়ুন রশীদ, আলিম উদ্দিন, আলম আহমদ,

বাহার উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ১৫, ২০১৭)