দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রাবণের আগমনী বার্তায় প্রকৃতি সেজেছে নতুন রূপে। এমনই এক মায়া জড়ানো সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে অনুষ্ঠিত হলো অন্য রকম এক সন্ধ্যা। ঢাকায় এসেছিলেন বলিউড তারকা শর্মিলা ঠাকুর।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলী-দোয়েল গোস্বামী লাইভ ইন ঢাকা’ কনসার্টে গতকাল শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় অংশ নেন তিনি।

শর্মিলা ঠাকুরের কথার জাদু আর জিৎ গাঙ্গুলীর সুরের দোলাতে মেতেছিল ঢাকা। শর্মিলা ঠাকুর বলেন, ‘ভারত-বাংলাদেশের মাঝে যৌথ প্রযোজনায় ভালো ভালো সিনেমা নির্মিত হোক। দু-দেশের সীমান্তের এই বেড়া আমাদের আদান-প্রদানে যেন বাধা হয়ে না দাঁড়ায়।’

এ সময় ঢাকায় এসে তার মুগ্ধতার কথাও জানান। তিনি বলেন, ‘ঢাকা আমার খুব প্রিয় শহর। বাংলাদেশের সঙ্গে আমাদের পরিবারের নাড়ির টান। ইতিহাস-রাজনীতি আমাদের ভাগ করে দিলেও মনের টান কমেনি।’

শর্মিলা ঠাকুর মঞ্চে আসার আগে তার অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী নাদিয়া, তারিন, নিপুণ, মেহজাবীন ও চাঁদনী। তারপর মঞ্চে আসেন ভারতীয় সংগীত পরিচালক জিৎ। তার সঙ্গে কণ্ঠ মেলান ভারতের কণ্ঠশিল্পী দোয়েল গোস্বামী।

জিৎ গেয়ে শোনান, দেখেছি তোকে রাত-বিরাতে, মেরি সাঙ্গ কাটি রাতে, তুই যে আমার, হান্ড্রেড পার্সেন্ট লাভ। তারপর একে একে গাইলেন বস, খামোশিয়ান আর সিরিজ ছবি পাগলুর সব জনপ্রিয় গান।

বস ও পাগলুর গানগুলোতে তার সঙ্গে গান দোয়েল গোস্বামী। পরে তিনি আশিকি টু চলচ্চিত্রের গানগুলোও শোনান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস ও সিঁথী সাহা।

(দ্য রিপোর্ট/পিএস/এম/জুলাই ১৬, ২০১৭)