দ্য রিপোর্ট ডেস্ক : ট্রেন্ট ব্রিজ টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের সুবাদে ৪ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকানরা।

প্রথম টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছিল ২১১ রানে।

ট্রেন্ট ব্রিজ টেস্টে সোমবার (১৭ জুলাই) ছিল ম্যাচের চতুর্থ দিন। তৃতীয় দিনই ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৭৪ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকানরা। জবাবে ৪ ওভারে বিনা উইকেটে ১ রান তুলে দিন শেষ করেছিল ইংলিশরা।

সোমবার দিনের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ইংলিশ ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৩৩ রানে গুটিয়ে যায় জো রুটের দলের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৪২ রান করেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।

দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কেশব মহারাজ ৩টি করে উইকেট নেন।

ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারনন ফিলান্ডার।

আগামী ২৭ জুলাই ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ৩৩৫ ও ৩৪৩/৯ডি, ১০৪ ওভার (আমলা ৮৭, এলগার ৮০, মঈন ৪/৭৮)।

ইংল্যান্ড : ২০৫ ও ১৩৩, ৪৪.২ ওভার (কুক ৪২, মঈন ২৭, ফিলান্ডার ৩/২৪)।

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৪০ রানে জয়ী।

সিরিজ : ৪ ম্যাচের সিরিজে ১-১ সমতা।

ম্যাচ সেরা : ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)।

(দ্য রিপোর্ট/জেডটি/জুলাই ১৭, ২০১৭)