চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট একটি দল আসছে। বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এই দুই সদস্য হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মতিউর রহমান শরিফ ও উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসানুর রহমান হাসান।

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কী কী সমস্যা রয়েছে সে বিষয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করা হবে। আর পর্যবেক্ষণকারী দলের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের কমিটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা যদি মনে করেন নতুন কমিটির প্রয়োজন তাহলে নতুন কমিটি আসবে অন্যথায় না হয় পুরাতন কমিটি আবার চালু করা হবে।

উল্লেখ্য, নিজেদের মধ্যে বিভিন্ন সময়ে সংঘর্ষ, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অনিয়মের দায়ে গত ৪ মে রাতে চবি শাখা ছাত্রলীগের কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

(দ্য রিপোর্ট/এম/জুলাই ১৮, ২০১৭)