রাজশাহী অফিস : ফেরারি আসামি হিসেবে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে তৎপরতা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১৯ জুলাই) বিকেলে নব নির্মিত রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ৫৭ ধারার অপরাধগুলোতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সেদিকে লক্ষ্য করে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আইনমন্ত্রী বহুতল এই আদালত ভবনের নামফলক উন্মোচন করেন। পরে বেলুন উড়ানো শেষে আদালত চত্বরে বৃক্ষরোপণ করেন। এরপর আলোচনা সভায় যোগ দেন।

রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটির ভিত্তি কাঠামো ১২ তলা। প্রথম পর্যায়ে ৮ তলার নির্মাণ কাজ শেষ হয়েছে। ভবনের মোট আয়তন ৯৮ হাজার ৯৮৩ বর্গফুট।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/জুলাই ১৯, ২০১৭)