দ্য রিপোর্ট ডেস্ক : মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ। যুক্তরাজ্যের সংবাদ বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, অধিকার-এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে জানিয়েছেন ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন এবং তার ২২শে জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো।

নাসির উদ্দিন এলান বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।’

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২০, ২০১৭)