বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ ও কটূক্তির প্রতিবাদে আহুত প্রতিবাদ সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অবস্থান করা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর দেড়টায় এই ঘটনার পর থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করে মুহুর্মুহু শ্লোগান দেয়। ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ববি’র জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ক’দিন ধরে মুক্তিযোদ্ধা সংসদ এবং অনান্য সংগঠন মিলে উপাচার্য ড. এসএম ইমামুল হকের অপসারণ ও কটূক্তি করায় শিক্ষক ও কর্মচারীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এসময় কতিপয় শিক্ষার্থী কর্মসূচি ভণ্ডুল করে দেয়।

এনিয়ে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া ফিরোজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ ভাগ সংরক্ষিত আসন না মেনে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিচ্ছেন উপাচার্য। এ নিয়ে পর পর দুবার তিনি আর্থিক সুবিধা পেয়ে এই অনিয়মের আশ্রয় নেওয়াতে এর প্রতিবাদ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

বন্দর থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ বলেন, ববি’র পরিস্থিতি এখন শান্ত এবং পুরো নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এপি/জুলাই ২০, ২০১৭)