খুলনা ব্যুরো : বুধবার রাতভর বৃষ্টিপাতের ফলে খুলনা মহানগরীর বেশিরভাগ সড়ক পানিতে তলিয়ে গেছে। নগরীর খানজাহান আলী রোড়, কেডিএ এভিনিউ, যশোর রোড়. শামছুর রহমান রোড়, গগন বাবু রোডসহ ও ৩১ নং ওয়ার্ডের বেশিররভাগ এলাকায় দুপুর পযর্ন্ত জলাবদ্ধতার মধ্যে যানবাহন চলাচল করতে হচ্ছে।

যশোর রোড়ের বয়রা এলাকায় জলাবদ্ধতার কারণে অনেককে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। মাছধরায় কাজে যোগ দিয়েছে শিশুরা্ও ।

খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি জানান, ভৈরব নদীতে ভাটা আসলেই পানি নেমে যাবে। তিনি জানান, পানি নেমে যাবার স্লুইস গেটগুলিতে সিটি করপোরেশনের প্রকৌশলীরা তদারকি করছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর খানজাহান আলী সড়কে রয়েল মোড়, শান্তিধাম এলাকা ঘুরে কোমর পানির মধ্যে যানবহন চলাচল করতে দেখা যায় । পানির মধ্যে বিকল হয়ে যাওয়া যানবহনগুলোকে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে ।

বৃষ্টির কারণে আজ (বৃহস্পতিবার) নগরীর স্কুলগুলো ছুটি ঘোষণা করা হয়। অনেকে বৃষ্টির মধ্যে স্কুলে গিয়ে আবার কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হয়েছে।

এদিকে খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসান জানান, খুলনা নদ-নদীর জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধি পেলেও কোথাও বাঁধ ভাঙ্গার খবর পাওয়া যায়নি। প্রতিনিয়তই নদ-নদীর অবস্থা খুব ক্লোজভাবে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমকে/জুলাই ২০, ২০১৭)