নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদমজীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ জুলাই) গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মো. তুষার হাবিব ওরফে আইয়ুব (২৬), ও একই উপজেলার মো. আবু বক্কর ছিদ্দিক (৩৫)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা গত ১০ জুন রূপগঞ্জ থানাধীন পূর্বাচল হাউজিং সেক্টর ১৯-এ যে গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকে উপস্থিত ছিল এবং জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) নাশকতা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার হাবিব ওরফে আইয়ুব স্বীকার করে যে, সে রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকার দাওয়াতী শাখা ‘এহসার’ সক্রিয় সদস্য এবং মো. আবু বক্কর ছিদ্দিক জেএমবির ‘গায়েরে এহসার’ সদস্য। তারা গত দুই বছর ধরে জেএমবির পক্ষে দাওয়াতি কাজ করে আসছিল।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুলাই ২০, ২০১৭)