যশোর অফিস : সাতক্ষীরার কালিগঞ্জের সহকারী জজ হারুণ-অর-রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন যশোরের একটি আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) যশোরের কেশবপুর আমলী আদালতের বিচারক শাহিনুর রহমান এ পরোয়ানা জারি করেন।

বাদীর আইনজীবি অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামের বাসিন্দা ও সাতক্ষীরার কালীগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক হারুণ-অর-রশিদের স্ত্রী জবা খাতুন গত ১৯ ফেব্রুয়ারি একটি মামলা করেন। মামলায় জবা খাতুন অভিযোগ করেন, তার স্বামী হারুণ-অর-রশিদ তাকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা এনে দিতে চাপ প্রয়োগ করেন। এছাড়া জবার সাথে তার স্বামী বিভিন্ন সময় প্রতারণাও করেছেন। এই মামলায় বৃহস্পতিবার বিচারক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/জুলাই ২০, ২০১৭)