সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহর থেকে এক নারী পাচারকারীকে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীর নাম বাবলুর রহমান মনি। সে শহরের কাটিয়া এলাকার আফছার আলী সরদারের ছেলে। এসময় উদ্ধার করা হয় তানিয়া আক্তার (১৮) নামে এক তরুণীকে। উদ্ধার হওয়া তানিয়া পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার সিংখালী গ্রামের দুলাল হাওলাদারের মেয়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানিয়েছেন, ঢাকা রাইফেল স্কয়ারের ফাস্টফুডের একটি দোকানের কর্মচারী তানিয়াকে বিয়ের কথা বলে সাতক্ষীরা শহরে নিয়ে আসে বাবলুর রহমান মণি। তবে, এখানে এনে ওই তরুণীকে সে বিয়ে না করে চাকরির কথা বলে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে ওই তরুণীকে ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টাকালে তার চিৎকারে পুলিশ পাচারকারী বাবলুর রহমান মনিকে আটক ও ভিকটিম তানিয়াকে উদ্ধার করে। এ ঘটনায় ওই তরুণী বাবলুর রহমান মনির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২১, ২০১৭)