দ্য রিপোর্ট প্রতিবেদক :  রাজধানীর মেরুল বাড্ডা হাতিরঝিলেরর রাস্তা থেকে রিয়াজুল ইসলাম রাসেল (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পথচারীরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল দক্ষিণ বাড্ডা এলাকার আব্দুর রশিদের ছেলে।

তার ভাই ইকবাল হোসেন শাওন জানিয়েছেন, রাসেল ব্রাক ব্যাংকের রামপুরা শাখায় ক্লিনারের কাজ করতো।

পথচারী সুমন জানায়, মেরুল বাড্ডা হাতিরঝিলের রাস্তায় রক্তাক্ত অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তাকে পড়ে থাকতে দেখি। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, না অন্য কোন ভাবে মারা গেছে তা বলতে পারি না।

ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে ২টি ছোট জখম রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরই তা বলা যাবে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এজে/এমএইচএ/এনআই/জুলাই ২১, ২০১৭)