সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে সাতজনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২২ জুলাই) ভোরে উপজেলার সোনামুখী এলাকায় কাজিপুর-সিরাজগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার। তার নাম মৃণাল চন্দ্র। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

কাজিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বাস দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ও কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিয়াকত আলী সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক হয়ে ঢাকায় যাচ্ছিল। পথে সোনামুখী এলাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মৃণাল চন্দ্রসহ দুজন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২২, ২০১৭)