দ্য রিপোর্ট ডেস্ক : মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণের পর প্রথম যে ব্যাগে করে সেখানকার পাথর এবং ধুলাবালি সংগ্রহ করে পৃথিবীতে এনেছিলেন, সেটি নিউ ইয়র্কে এক নিলামে ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।

শনিবার (২২ জুলাই) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ১৯৬৯ সালে অ্যাপোলো ইলেভেন মিশনে অংশ নেয়ার সময় নীল আর্মস্ট্রং এই ব্যাগটি ব্যবহার করেন। এটিতে এখনো চাঁদের ধুলা এবং কিছু ছোট পাথর আছে। অজ্ঞাতপরিচয় এ ব্যক্তি নিলামে এটি কিনে নিয়েছেন।

এই ব্যাগটি নিলামে তোলা নিয়ে দীর্ঘদিন ধরে আইনী লড়াই চলেছে এটির মালিকানা নিয়ে। অ্যাপোলো ইলেভেনের স্মারক এই ব্যাগটি একজনের ব্যক্তিগত সংগ্রহে ছিল।

অ্যাপোলে ইলেভেন যখন পৃথিবীতে ফিরে আসে তখন এটির সব কিছু সংরক্ষণের জন্য স্মিথসোনিয়ান মিউজিয়ামে পাঠানো হয়।

কিন্তু ভুলক্রমে এই ব্যাগটি থেকে যায় জনসন স্পেস সেন্টারের একটি বক্সে। এরপর ২০১৫ সালে একটি সরকারী নিলামের সময় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে এটি ৯৯৫ ডলারে কিনে নেন এক আইনজীবী।

নাসা অবশ্য পরে এই ব্যাগটি ফিরে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবছরের শুরুতে ফেডারেল বিচারক রায় দেন যে ব্যাগটি যার কাছে রয়েছে তিনিই এটির আইনী মালিক। এরপর এই ব্যক্তি এটি নিলামে তোলেন বিক্রির জন্য।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২২, ২০১৭)