দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনিকে দেখতে হাসতাপালে গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। শনিবার দুপুর দেড়টার কিছু আগে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পৌঁছান। এরপর মুশফিক মুক্তামনির ওয়ার্ডে যান। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তাকে সেখানে নিয়ে যান।

ডান হাতসহ বুকের ডান পাশ বিরল রোগে আক্রান্ত শিশু মুক্তামনির। এই রোগে আক্রান্ত তার হাত অনেকটাই বৃক্ষের মতো। ক্রমেই তা ছড়িয়ে পড়ছে।

বর্তমানে শিশু মুক্তামনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ১১ বছর বয়সী মুক্তামনির বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কামারবায়সা গ্রামে। বাবা ইব্রাহীম হোসেন মুদি দোকানি।

মুক্তামনির শরীরে রোগটির লক্ষণ ধরা পড়ে জন্মের মাত্র দেড় বছর পরই। ছোট মার্বেলের মতো গোটা দেখা দিয়েছিল তখন। পরে তা বাড়তে থাকে এবং এখন শরীরের প্রায় একটা অংশ পুরোটাই আক্রান্ত হয়েছে।

মুক্তামনির এই রোগের খবর বিশ্ব মিডিয়াতেও উঠে এসেছে।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/এনআই/জুলাই ২২, ২০১৭)