দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে অস্ট্রেলিয়ার সফর বাতিল হচ্ছে এই মর্মে শুক্রবার সংবাদ পরিবেশন করে ক্রিকেট বিষয়ক অনলাইন ইএসপিএন ক্রিকইনফোর। এর জবাবে, সে ধরনের কোন নেতিবাচক বার্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আসেনি বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।

শনিবার (২২ জুলাই) বিসিবি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর যথাসময়ে হবে। এবং সে ব্যাপারে শতভাগ আশাবাদী বিসিবি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ধরণের কোনও কথাই হয়নি। আমরা এখনও আশাবাদী। ২৫ জুলাই অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। এবার তারা আসছে লজিস্টিক সাপোর্ট দেখতে। তাদের আসার অর্থ হচ্ছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। বিষয়টি ইতিবাচক। আমরা আশা করছি অস্ট্রেলিয়া দল যথাসময়ে বাংলাদেশ সফরে আসবে।’

এদিকে শেষপর্যন্ত অস্ট্রেলিয়া আসতে না পারলে বিকল্প কোনও পরিকল্পনা বিসিবির আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘এই প্রশ্ন আসার কোনও সুযোগই নেই। কারণ সূচি অনুযায়ীই তারা আসবে বলে আমাদের বিশ্বাস।’

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে নেতিবাচক কোন বার্তা এসেছে কিনা? জানতে চাইলে বিসিবি সিইও বলেন, ‘ওরা যা বলছে, সেটা নিয়ে আসলে আমাদের কোনও মন্তব্য করা ঠিক হবে না। আমাদের কাছে এ ধরনের কোনও খবর নেই।’

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ২২, ২০১৭)