দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের পরিবার নিয়ে দ্বিতীয়বারের মত আয়োজিত দুই দিনব্যাপী ‘পারিবারিক ক্রীড়া উৎসব-২০১৭’ আনন্দমুখর পরিবেশে শনিবার (২২ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শেষ হয়েছে।

এর আগে শুক্রবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ দেশ অলিম্পিক এসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর।

ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, অর্থ সম্পাদক মানিক মুনতাসির ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

দ্বিতীয় দিনের ইভেন্টগুলোর মধ্যে ছিল : সদস্যদের সন্তানদের (ছেলে,বড়) ২০০ মিটার দৌঁড়, সন্তানদের (মেয়ে, বড়) ২০০ মিটার দৌঁড়, সন্তানদের (ছোট) ১০০ মিটার দৌঁড়, নারী সদস্যেদের স্বামীদের ২০০ মিটার দৌঁড়, সদস্যদের (পুরুষ) স্ত্রীদের ২০০ মিটার দৌঁড় ও সদস্যদের স্ত্রীদের বালিশ বদল।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ২২, ২০১৭)