নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেদ (২৫) নামে আপন দুই ভাই নিহত হয়েছেন।

 

শনিবার (২২ জুলাই) রাতে উপজেলার রনচন্ডি ইউনিয়নের উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।

রনচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

রনচন্ডি ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মো. আজিজার রহমান দ্য রিপোর্টকে জানান, দুইভাই একসঙ্গে জমিতে চাষাবাদ করে। সকালে সেচপাম্পের মাধ্যমে জমিতে পানি দেন। রাতে সেচের পানি দেওয়া শেষ হলে পাম্পটির বিদুৎ সংযোগ খুলতে গিয়ে ছোটভাই আব্দুল খালেদ বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন। এ সময় বড়ভাই মালেক তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পরেন। এতে দুজনেই ঘটনাস্থলে মারা যান। দুই ভাইয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইভাইয়ের লাশ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় দুই ভাইয়ের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ২৩, ২০১৭)