বরিশাল অফিস : ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালতের বিচারক।

অবশেষে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করলে রবিবার বেলা সোয়া এগারোটায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে মামলা খারিজের আদেশ দেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন বলেন, আজ মামলাটির নির্ধারিত তারিখ থাকায় ইউএনও তারিক সালমানের পক্ষ থেকে মামলা খারিজের আবেদন করা হয়েছিল। অপরদিকে মামলা বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজুও মামলা প্রত্যাহারের আবেদন করলে বিচারক মামলা খারিজ করে দেন। মামলাটি অন্যায় ভাবে করা হয়েছিল বলে জানান তিনি।

মামলার বাদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু জানান, তিনি স্বপ্রণোদিত হয়ে মামলাটি করেছিলেন এবং তেমন করেই প্রত্যাহারের আবেদনও করেছেন।

তিনি আরও বলেন, জাতির জনকের ছবি শিশুর আঁকা এটা তারা জানা ছিল না। অপরদিকে মামলার আসামি পরবর্তীতে আদালতে সঠিক ছবি জমা দেয়াতে মামলা প্রত্যাহার করার আবেদন করেছেন। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনার সৃষ্টি বলে জানান অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু

(দ্য রিপোর্ট/এআরই/জুলাই ২৩, ২০১৭)